কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেন। পরে সন্ধ্যায় উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা থানায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পদ্মা সেতু উত্তর থানার ইন্সপেক্টর তদন্ত জয়নাল আবেদীন, মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়াউর রহমান জিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী জরজি শেখ, সিয়াম, কামরুল হাসান , লিওন, জুবায়ের আহমেদ জাসিন, ইমন, কানন, সাদ্দাম, নাহিদ, ওমর ফারুক, রাফসান,আরিফ, ফারজানা আক্তার রিমু, শ্রাবনী, সারমিন, লামিয়া, সামিরা, শেহনাজ, সাদাফ প্রমুখ।
শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। সে সাথে থানা প্রাঙ্গণে শিক্ষার্থীরা কিছু বৃক্ষরোপণ করেন এবং পুলিশ সদস্যদের মিষ্টিমুখ করান। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এখন জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত।
Leave a Reply