১৫ আগস্ট বাঙালির শোকের দিন অর্থাৎ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে ১৫ আগস্টের ভয়াল রাতে বিপথগামী কিছু সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন। বিপদগামী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। এ শোক দিবসে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বঙ্গবন্ধু ও তাঁর স্বপরিবারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস মঙ্গলবার সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সালাউদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বেপারী, সহ-সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ ফারুক হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর স্বপরিবারের সদস্য এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে স্থানীয়দের মাঝে প্রীতিভোজের আয়োজন করে।
Leave a Reply