আগের দুই ম্যাচে ড্র। নতুন মৌসুমের শুরুটা যাচ্ছেতাই হয়েছিল লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। অবশেষে তারা প্রথম জয়ের দেখা পেলো, সেটাও সেরা তারকা কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভর করে।
শনিবার রাতে লেঁসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। তিন ম্যাচে এক জয় দুই ড্রয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে এখন লুইস এনরিকের দল।
আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকা ম্যাচে ৪৪ মিনিটে প্রথম গোল পায় পিএসজি। দলকে লিড এনে দেন মার্কো আসেনসিও।
দ্বিতীয়ার্ধে শুরুর দিকে ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। শেষদিকে এসে (৯০ মিনিটে) আরও এক গোল ফরাসি তারকার। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সান্ত্বনার গোল পায় লেঁস। গুইলাভোগুই ৩-১ করেন। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
Leave a Reply