মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ নভেম্বর বুধবার বার্ষিক পরীক্ষা শুরু হবে। সে লক্ষ্য আজ (১৫ নভেম্বর) বুধবার দুপুরে ৫৩ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা নুসরত শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম ভূঁইয়া, সহ-সভাপতি আবুল হোসেন রনি, সাংবাদিক মো. মানিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।
Leave a Reply