ভাদ্রের আকাশ কখনো মেঘলা আবার কখনো ঝরছে বৃষ্টি। তবে এ বৃষ্টি বেশি সময় ধরে একনাগাড়ে ঝরছে না।
শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আগামী আরও দুদিন এ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। এরপর হয়তো বৃষ্টির পরিমাণ কমে যাবে। আবার হয়তো তাপমাত্রা বাড়িয়ে ভাদ্রের আসল রূপ নিয়ে আসতে পারে প্রকৃতি। শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে। ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণ সম্পর্কে আবহাওয়া অফিস বলেছে, এখনও মৌসুমি বায়ু বেশ সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। শুক্রবার বৃষ্টির লুকোচুরির খেলায় অনেকে দুর্ভোগে পড়েছেন। আর এ সুযোগে রিকশাচালক থেকে শুরু করে অটোরিকশা, পাঠাও সবাই যে যার মতো করে ভাড়া চেয়েছে।
Leave a Reply