অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি কবির ভূঁইয়া কেনেডি। লৌহজং কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্য পলাশ কুমার দের যৌথ সঞ্চালনায় এ সময় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাহার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় দপ্তর নাছির উদ্দিন আহমেদ জুয়েল, ফাউন্ডেশনের লৌহজং পশ্চিম কেন্দ্রের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, লৌহজং কেন্দ্রের সহ সভাপতি সবজল শিকদার, যুগ্ম সম্পাদক মুন্সী নজরুল ইসলাম। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন কাজী মুস্তাফিজুর রহমান বাবুল, জাহিদ কচি, আতিক এ রহিম, মিজানুর রহমান উজ্জ্বল, রায়হান রনি, বলরাম দাস প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply